বকশীগঞ্জে গলা কেটে ছিনতাইকৃত অটো ভ্যান উদ্ধার ও আসামী গ্রেফতার।
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার কাগমারী পাড়া এলাকায় দিন দুপুরে অটো ভ্যান চালক আরিফ (১৬)কে গলা কেটে তাহার ভাড়ায় চালিত ব্যাটারিযুক্ত অটো ভ্যান ছিনতাই হয়। যাহা জামালপুর সদর উপজেলার সাহাপুর গোরস্থান সংলগ্ন চৌরাস্তার মোড়ে বিক্রয় করা অবস্থায় হাতেনাতে একজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার কৃত আসামী বকশীগঞ্জ পৌর শহরের কাগমাড়ীপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে সজীব (২০)। জানা যায় গত মঙ্গলবার ৩০ শে মে সদরপাড়া গ্রামে আরিফ নামক এক ছেলের সঙ্গে এই ঘটনা ঘটে পরবর্তী স্থানীয়রা থাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে আরিফের অপারেশন সম্পন্ন হয়েছে সে এখন আইসিইউতে সংকটপূর্ণ অবস্থায় রয়েছে এদিকে আসামিকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কথা বলেছেন বক্সীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সোহেল রানা।
Leave a Reply