কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত দেড়টার দিকে নওদা খাদিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রবিউল ইসলাম (৪৮) ওই এলাকার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।
পুলিশ ও পরিবার জানায়, রাত সাড়ে ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রবিউল ইসলাম ও তার স্ত্রী। পরে রাত দেড়টার দিকে তার স্ত্রী ঘুম ভেঙে রবিউলের রক্তাক্ত মরদেহ দেখতে পান।
মিরপুর সার্কেলর সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, রাতের কোনো এক সময় রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, কে বা কারা রবিউলকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply