নিউজ ডেস্ক : গাইবান্ধায় নিখোঁজ দুই বান্ধবী ১৭ দিন পর উদ্ধার।
পরীক্ষা শেষে তারা বাড়ি না ফিরে ঢাকায় চলে যান
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর দুই বান্ধবীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম আশুলিয়ার বাইপাইলে ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করে। বাড়িতে না জানিয়ে পোশাক কারখানায় চাকরি করতে তারা ঢাকায় এসেছিলেন বলে পুলিশকে জানান।
পুলিশ জানায়, কোচাশহর ইউনিয়নের দক্ষিণ ছয়ঘড়িয়া (পাছপাড়া) গ্রামের বাবু মিয়ার মেয়ে লিয়া খাতুন ও সিংগা গ্রামের আব্দুল হামিদ মিয়ার হিমা খাতুন স্থানীয় ছয়ঘড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেন। গত ৩১ মে মহিমাগঞ্জ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে তারা বাড়ি না ফিরে ঢাকায় চলে যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দুই বান্ধবীকে উদ্ধার করে স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।
Leave a Reply