রাকিবুল ইসলাম সোহাগ –০৬ নাশকতাকারী গ্রেফতার গত ২৯/০৭/২০২৩ খ্রি. তারিখ বিএনপির সারাদেশে অবস্থান কর্মসূচী চলাকালীন সময়ে বেলা অনুমান ১৫.১০ ঘটিকা হতে ১৫.৩০ ঘটিকার মধ্যে বিএনপির কিছু নাশকতাকারী/দুস্কৃতিকারী আশুলিয়া থানাধীন নিরিবিলি সাকিনস্থ এইচ.আর.সি গেইটের পূর্ব পাশে ঢাকা-আরিচা গামী মহাসড়কের উপর জনসাধারনের বিভিন্ন গাড়ী ভাংচুর করে, ককটেল ফুটিয়ে এবং বাসে আগুন জালিয়ে দিয়ে বিশৃঙ্খলতার সৃষ্টি করে। উক্ত ঘটনা সংক্রান্তে ক্ষতিগ্রস্থ বিকাশ বাসের চালক জনৈক মোঃ আনোয়ার হোসেন (৪২) বাদী হয়ে আশুলিয়ার থানার মামলা নং-৮৬, তারিখ-৩০/০৭/২০২৩ খ্রি. ধারা-১৪৩/৪৩৫/৪২৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ০৩ ধারায় একটি মামলা রুজু করেন। পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয় দ্রুত উক্ত নাশকতাকারী/ দুস্কৃতিকারীদের গ্রেফতার করার জন্য জনাব মোঃ আব্দুল্লাহিল কাফী, পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক উত্তর) এবং জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি মহোদয়কে নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে তাদের সরাসরি তত্ত্বাবধান ও নেতৃত্বে আশুলিয়া থানা ও জেলা গোয়েন্দা শাখা (উত্তর),ঢাকা এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল অভিযানে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচলা করে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ০৫/০৮/২০২৩খ্রিঃ তারিখে ০৩ জন আসামি ১। শহিদুল ইসলাম(৪০), সাবেক সাধারন সম্পাদক, সাভার থানা যুবদল, বর্তমান পদবী- যুগ্ম সাধারন সম্পাদক, ঢাকা জেলা যুবদল, ২। মোঃ সুরুজ্জামান (৪৭), সাবেক সভাপতি সাভার পৌর ছাত্রদল, বর্তমান পদবী-সহ সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা যুবদল, ৩। মোঃ মুমিনুল ইসলাম (৪৫), সদস্য, জেলা বিএনপি-ঢাকাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঐ দিনের নাশকতার ঘটনার সাথে জড়িত ছিলো বলে স্বীকার করেন এবং তাদের দেওয়া তথ্যমতে খুলনা, রংপুর, মানিকগঞ্জ, গাজিপুর, ঢাকায় অভিযান চালিয়ে বাকী ০৩ জন আসামি ১। অপূর্ব চন্দ্র দাস (২২), সদস্য, ধামরাই পৌর ছাত্রদল, ২। মোঃ রাজীব হোসেন, সদস্য ধামরাই থানা যুবদল, ৩।মোঃ সুজন (৩৪), সাভার থানা যুবদল কে গত ০৭/০৮/২০২৩ খ্রিঃ তারিখে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা :
১। মোঃ শহিদুল ইসলাম (৪৪), পিতা-মৃত গরিব উল্লাহ, সাং-দক্ষিন কলমা, থানা-সাভার, জেলা-ঢাকা,সাবেক সাধারন সম্পাদক,সাভার থানা যুবদল,বর্তমান পদবী-যুগ্ম সাধারন সম্পাদক, ঢাকা জেলা যুবদল,
২। মোঃ সুরুজ্জামান (৪৭), পিতা- আবুল কাশেম, সাং-কাতলাপুর, থানা-সাভার, জেলা-ঢাকা, সাবেক সভাপতি সাভার পৌর ছাত্রদল,বর্তমান পদবী-সহ সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা যুবদল,
৩। অপূর্ব চন্দ্র দাস (২২), পিতা-সুবাস চন্দ্র দাস, সাং-উত্তর পাতা, থানা-ধামরাই, জেলা-ঢাকা সদস্য, ধামরাই পৌর ছাত্রদল,
৪। মোঃ মুমিনুল ইসলাম (৪৫),পিতা-মৃত হাজী ইলিয়াস, সাং- কাউন্দিয়া, থানা-সাভার, জেলা-ঢাকা, সদস্য,জেলা, বিএনপি-ঢাকা,
৫। মোঃ রাজীব হোসেন, পিতা-আতাউর রহমান, মাতা-রিজিয়া বেগম, সাং-ছোট চন্দ্রাইল, থানা-ধামরাই, জেলা-ঢাকা, সদস্য ধামরাই থানা যুবদল,
৬। মোঃ সুজন (৩৪), পিতা-মোঃ খোয়াজ, সাং-পাইকপাড়া, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ, এ/পি- কলমা, জয়দের বাড়ির ভাড়াটিয়া, থানা-সাভার, জেলা- ঢাকা, রাজনৈতিক পরিচয়-সদস্য, সাভার থানা যুবদল।
উক্ত আসামীদের ধৃত করে জিজ্ঞাবাদে তারা নাশকতার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে।
উক্ত নাশকতার সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত এবং অভিযান অব্যাহত আছে।
Leave a Reply