কক্সবাজারের উখিয়া থানাধীন মরিচ্যার এলাকা হতে টেকনাফের অপহরণ ও মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা অস্ত্রধারী সন্ত্রাসী আরিফ র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।উ
র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ০৩নং হলুদিয়াপালং ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের দক্ষিণ মরিচ্যার এলাকায় একজন ব্যক্তি অস্ত্রশস্ত্র/মাদক ক্রয়-বিক্রয় বা অন্যত্র সরবরাহের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ০৯ আগস্ট ২০২৩ খ্রিঃ অনুমান ১২.১০ ঘটিকায় র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট আরিফ নামে একজন অস্ত্রধারী সন্ত্রাসী ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে ০১ (এক)টি দেশীয় তৈরী এলজি বন্দুক এবং ০২ (দুই) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় আরিফুল ইসলাম @ আরিফ (৪৬), পিতা-মৃত সিরাজুল ইসলাম, মাতা-রহিমা খাতুন, সাং-নতুন পল্লান পাড়া, ০৪নং ওয়ার্ড, ইউনিয়ন-টেকনাফ সদর, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আরিফ টেকনাফের নতুন পল্লান পাড়া ও লেঙ্গুর বিল এলাকার অপহরণ ও মানব পাচার চক্রের অন্যতম মূলহোতা। আরিফ এবং তার অন্য দুই ভাই মুহিত কামাল ও কুলু মিলে বর্ণিত এলাকার সমস্ত অপহরণ ও মানব পাচার নিয়ন্ত্রণ করে থাকে। সম্প্রতি তার ভাই মুহিত কামাল র্যাব-১৫ কর্তৃক পাঁচজন সহযোগীসহ গ্রেফতার হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আরিফুল ইসলাম @ আরিফ এর বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ০২টি’সহ মোট ০৪টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ ধৃত অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply