মোঃ সোহাগ(বিশেষ প্রতিনিধি)-১০ ই আগস্ট ২০২৩ ইং দুপুর একটার সময়ে রাজশাহী জেলার মহানপুর থানাধীন ত্রিমোহনী নামক এলাকায় অপারেশন পরিচালনা করে রাজশাহী জেলার মোহনপুর থানার মামলা নং -০৮ তারিখ ১০ ই আগস্ট ২০২৩ ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০২০)এর ৯(১) এর এজাহার নামীয় পলাতক ১নং আসামি মোঃ শামসুল (৫৫) পিতা,মৃত আনুবাগা,সাং হারিফলা, থানা মোহনপুর জেলার রাজশাহীকে মামলা রুজু হওয়ার ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার বিবরণে জানা যায় ধৃত আসামি মোঃ শামসুল ও ভিকটিম আসমা খাতুন (৪১) এর বাড়ি পাশাপাশি হওয়ায় ভিকিমের সাথে প্রায় কথাবার্তা হতো। কথাবার্তার এক পর্যায়ে তাদের ভিতর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারই ধারাবাহিকতায় ভিকটিমের বাড়িতে আসামি প্রায় রতের বেলা যাতায়াত করত বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের জন্য আসামিকে বললে আসামি ভিকটিমকে বিয়ে করতে অস্বীকার করলে ভিকটিম নিজে বাদী হয়ে মনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।এরই পরিপ্রেক্ষিতে র্যাব -৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের গোয়েন্দা দল আসামিকে ধরার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং মামলা হওয়ার ১২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়.!
গ্রেফতারকৃত আসামিকে রাজশাহী জেলার মোহনপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply