রাকিবুল ইসলাম সোহাগ – সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশুলিয়ার থানা সিমানা সংলগ্ন বাগবাড়ি কাশেমপুর নিজ বাসভবন থেকে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ৫৫ বছর বয়সী জসিম উদ্দিন আশুলিয়ার জামগড়ার বেরন এলাকার বাসিন্দা সেখানে ভুক্তভোগীর সঙ্গে স্বামী স্ত্রী পরিচয়ে সংসার করে আসছিলো ভুক্তভোগী স্ত্রীর মর্জাদা চাওয়ায় তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন, স্বামী প্রবাসে থাকায় ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন প্রতিবেশী ও তার শ্বশুরবাড়ির আত্মীয় জসিম। তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। ওই নারী প্রায় চার মাস আগে আশুলিয়া থানায় অভিযোগের পর আদালতে জসিমের নামে মামলা করেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয় । বুধবার দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের (সিজেএম) আদালতে তোলা হলে তাকে জেল হাজতে পাঠান আদালত।
Leave a Reply