রাকিবুল ইসলাম সোহাগ -শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ এনামুল হক@ মনির@ সাব্বির (৪০)’কে র্যাব-২ ও র্যাব-৭ যৌথ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম থেকে গ্রেফতার*।
বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
বিগত ২০১৮ইং সালে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন জুলদা গ্রামে একটি নির্মাণাধীন মসজিদে মোঃ এনামুল হক@মনির@সাব্বির(৪০) নির্মান শ্রমিক হিসাবে কাজ করত। ভিকটিম নির্মাণাধীন মসজিদের পার্শ¦বর্তী বাড়িতে পরিবারের সাথে বসবাস করত। উক্ত মসজিদে কাজের সময় আসামী মোঃ এনামুল হক@মনির@সাব্বির(৪০) ভিকটিমকে আসা-যাওয়ার পথে প্রায়ই বিরক্ত করত। ঘটনার দিন ভিকটিমকে পথিমধ্যে একা পেয়ে আসামী মোঃ এনামুল হক@মনির@সাব্বির কৌশলে ভিকটিমকে জোর পূর্বক অপহরণ করে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা বাজার এলাকায় একটি বাসায় আটকে রাখে এবং ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার ভিকটিমকে উদ্ধার করে চট্টগ্রাম জেলার কোর্ট পিটিশন মামলা নং-১২৯৫/১৮; ধারা-৭/৯(১);২০০০ সালের নারী ও শিশু নির্যাতন ও দমন আইন (সংশোধিত ২০০৩) একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে উক্ত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে উক্ত আসামীকে নারী ও শিশু নির্যাতন ও দমন আইন এর ০৭ ধারায় ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৯(১) ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও ২,০০০/= টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত প্রদানপূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামী মোঃ এনামুল হক@মনির@সাব্বির(৪০) দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ এনামুল হক@মনির@সাব্বিরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে গতকাল ৩০ আগস্ট ২০২৩ইং তারিখ ০০:১৫ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ মোস্তামী অভিযান পরিচালনা করে মোঃ এনামুল হক@মনির@সাব্বির(৪০), পিতা- মৃত আবু চ৭ান ডাক্তার, থানা- কমলকান্দা, জেলা- নেত্রকোনা’ কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে থাকত। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply