নিজস্ব প্রতিনিধি – চুরিকৃত বিপুল পরিমাণ রপ্তানীযোগ্য গামের্ন্টস পণ্য উদ্ধার ও চক্রের প্রধানসহ ০৪ সদস্য আটক; এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ০২টি কাভার্ড ভ্যান জব্দ করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গাজীপুরের অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড কর্তৃক তৈরিকৃত ডেনিম জিন্স প্যান্ট বিদেশে রপ্তানীর উদ্দেশ্যে গাজীপুর হতে কেডিএস ডিপো, সীতাকুন্ড, চট্টগ্রামে পৌঁছানোর জন্য কোম্পানীর পরিবহন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম খান মোহনা ট্রান্সপোট এর কাভার্ড ভ্যান চালক মোঃ মিজানুর রহমানের সাথে মৌখিক চুক্তি করেন। চুক্তি অনুযায়ী গত ০২ নভেম্বর ২০২৩ইং তারিখ অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড এর ৮,৯৯৯ পিস রপ্তানীযোগ্য জিন্স প্যান্ট কাভার্ড ভ্যানে বোঝাই করে কেডিএস ডিপো, চট্টগ্রামের উদ্দেশ্যে গমন করে এবং ০৩ নভেম্বর ২০২৩ইং তারিখ আনুমানিক ১৩১৫ ঘটিকায় কেডিএস ডিপো, সীতাকুন্ড, চট্টগ্রামে পৌঁছায়। কেডিএস ডিপোতে কাভার্ড ভ্যান পার্কিং করে চালক মোঃ মিজানুর রহমান মালামালের চালান কপি সিএন্ডএফ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে গাড়িতে ফিরে আসে। সিএন্ডএফ কর্তৃপক্ষ একই তারিখ রাত আনুমানিক ২০২০ ঘটিকায় কাভার্ড ভ্যান কেডিএস ডিপোতে প্রবেশ করানোর জন্য চালক মিজানুর রহমানকে ফোন করলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পায়। পরবর্তীতে সিএন্ডএফ কর্তৃপক্ষ কেডিএস ডিপোতে খোঁজাখুঁজি করে মালামালসহ কাভার্ড ভ্যানের সন্ধান না পেয়ে বিষয়টি অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড কোম্পানীর পরিবহন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম খান’কে অবহিত করেন। পরবর্তীতে কোম্পানীর পরিবহন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম খান এবং সিএন্ডএফ কর্তৃপক্ষ নিশ্চিত হয় চালক মোঃ মিজানুুর রহমান এবং অপরাপর সহযোগীদের নিয়ে ৮,৯৯৯ পিস রপ্তানীযোগ্য জিন্স প্যান্ট নিয়ে কেডিএস ডিপো, সীতাকুন্ড হতে প্রতারনামূলক ভাবে আত্মসাৎ করার উদ্দ্যেশে কাভার্ড ভ্যান নিয়ে কৌশলে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড এর ম্যানেজার আইনগত পদক্ষেপ গ্রহনের জন্য র্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। বর্ণিত অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম চুরি যাওয়া রপ্তানীযোগ্য গামেন্টস পন্য উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। নজরদারির এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুরি যাওয়া মালামাল চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন পূর্ব নাসিরাবাদ রুবি গেইট এলাকায় এক কাভার্ড ভ্যান থেকে অন্য কাভার্ড ভ্যানে স্থানান্তর করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে গত ০৬ নভেম্বর ২০২৩ইং আনুমনিক ০৯৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচলনা করে আসামি ১। মোঃ মিজানুুর রহমান (২০), পিতা-মোঃ মজিবুর রহমান, সাং-নিয়াজপুর, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, ২। জহিরুল ইসলাম (৩৮), পিতা-মৃত ওবায়দুল হক, সাং-কলাকুপা, থানা-দৌলতখান, জেলা-ভোলা, ৩। মোঃ রুবেল (৩০), পিতা-মোঃ আজাদ, সাং-উত্তর ইলিশা, থানা-ভোলা সদর, জেলা-ভোলা এবং ৪। মেহেদী হাসান নয়ন (২০), পিতা- আব্দুল শুক্কুর, সাং-বড়ডেইল, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজারদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে ও তাদের হেফাজত হতে চুরি করা ৪,৩০০ পিস রপ্তানীযোগ্য জিন্স প্যান্ট উদ্ধারসহ ২টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উদ্ধার জিন্স প্যান্টের আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply