Likee apps এর মাধ্যমে প্রতারণার শিকার নারী, আসামীকে গ্রেফতার করল পিবিআই যশোর।
তানজির হাসান @ মিশন (২১), পিতা- মৃত ফসিয়ার রহমান, সাং-জয়পুর, থানা-বাঘারপাড়া, জেলা-যশোরসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা রিমা খাতুন (ছদ্ম নাম) এর নগ্ন ছবি Likee apps এর মাধ্যমে প্রচার করে, এমনকি মিশন তার ব্যবহৃত মোবাইল এর Whats app নাম্বার হতে জনৈক প্রবাসী মোঃ জসিম উদ্দিন এর Whats app নাম্বারে ভিকটিমের ছবি নগ্ন ভাবে এডিট করে পাঠায়। মিশন সহ অজ্ঞাত আসামিরা পরস্পর যোগসাজসে ভিকটিমকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানী করছে মর্মে ভিকটিম গত ১৭/০৪/২০২৪ খ্রিঃ পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর বরাবরে আবেদন করলে পুলিশ সুপার মহোদয় আবেদনটি ছায়া তদন্তের জন্য এসআই(নিঃ) ডি এম নুর জামাল হোসেন, পিবিআই, যশোর জেলাকে নির্দেশ প্রদান করেন।
এসআই(নিঃ) ডি এম নুর জামাল হোসেন কর্তৃক অনুসন্ধানকালে জানা যায়,আসামী তানজির হাসান @ মিশন (২১) সম্পর্কে ভিকটিমের আপন দেবর। মিশনের স্ত্রী গত ৫ বছর যাবৎ অনলাইনে Likee apps এর লাইভ করে অর্থ উপার্জন করে আসছে। তখন ভিকটিম Likee apps এ কাজ করার ইচ্ছা পোষন করলে, তার দেবর ভিকটিমকে ভালো টাকা পয়সা আয় করার বিভিন্নভাবে প্রলোভন দেখায়। এমতাবস্থায় ভিকটিমের দেবর তাকে Likee apps এ একটি একাউন্ট খুলে দেয় এবং নিজেকে অবিবাহিত বলে পরিচিয় দেওয়ার জন্য বলে। ভিকটিম তাদের কথা মত অবিবাহিত হিসাবে পরিচয় দিয়ে Likee apps উক্ত আইডি হতে লাইভ করতে থাকে। ভিকটিম তাদের কথা মত প্রায়ই Likee apps এ লাইভ করতো। এমতাবস্থায় সে সরল বিশ্বাসে Likee apps এ তার বোর্ডে থাকা মেম্বারদের সে বিবাহিত ও তার একটি কন্যা সন্তান আছে এবং ভিকটিমের জা মোছাঃ ইয়াছমিন @ আছিয়াও বিবাহিত মর্মে বোর্ড মেম্বারদের কাছে তথ্য দেয়। তখন বিষয়টি নিয়ে বাদীর সাথে আসামি তানজির হাসান @ মিশন ও তার জা এর মধ্যে মনোমালিণ্যের সৃষ্টি হয়। এরপর থেকে মিশন ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। একপর্যায়ে সে বাদীর ব্যক্তিগত ছবি নগ্ন ভাবে এডিট করে Likee apps এর বোর্ড মেম্বরদের নিকট প্রচার করে। এমনকি আসামি মিশন তার ব্যবহৃত Whats app হতে জনৈক প্রবাসী মোঃ জসিম উদ্দিন বাদীর ছবি নগ্ন ভাবে এডিট করে পাঠায়। উক্ত বিষয়ে অনুসন্ধানকালে আসামী তানজির হাসান @ মিশন (২১) ঘটনার সহিত জড়িত মর্মে সত্যতা পাওয়া গেলে পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিকতত্ত্ববধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবাএর নেতৃত্ত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ মোনায়েম হোসেন ,এসআই(নিঃ) ডি এম নুর জামাল হোসেন, এসআই(নিঃ) মোঃ হাসানুজ্জামান, এসআই(নিঃ) গোলাম আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ যশোর জেলার আভিযানিক দল কর্তৃক আসামি তানজির হাসান @ মিশন (২১), পিতা-মৃত ফসিয়ার রহমান, সাং-জয়পুর, থানা-বাঘারপাড়া, জেলা-যশোরকে অদ্য ১৮/০৪/২০২৪ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় আসামির বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়।
উক্ত মামলাটি পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই (নিঃ) ডি এম নুর জামাল হোসেন এর উপর অর্পণ করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) ডি এম নুর জামাল হোসেন ঘটনা সংক্রান্তে জড়িত আসামীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতআসামি ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করলে উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিম নিজে বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে বাঘারপাড়া থানার মামলা নং-১৩ তাং-১৮/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৭) তৎসহ পেনাল কোডের ৪০৬/৪২০ ধারা রুজু হয়। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) ডি এম নুর জামাল হোসেন ঘটনা সংক্রান্তে জড়িত আসামীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করলে অদ্য ১৮/০৪/২০২৪ খ্রিঃ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমালী আদালত বাঘারপাড়া, যশোর আদালতে সোপর্দ করা হয়।।
Leave a Reply