নিজস্ব প্রতিনিধি-আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যা মামলার আসামী রিয়াজুল ইসলাম (৫০) (সাভার পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড সাবেক সভাপতি) কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ১০ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ সন্ধা ১৮.১০ সাভার পৌরসভার জামসিং এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যা মামলার আসামী রিয়াজুল ইসলাম (৫০), সাং-জামসিং, থানা-সাভার, জেলা-ঢাকা কে গ্রেফতার করতে সমর্থ হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ০৫ আগস্ট ২০২৪ তারিখে ধৃত আসামী রিয়াজুল ইসলাম (৫০) এর নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার উপর প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। উক্ত ঘটনায় সাভার থানা এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যা মামলা দায়ের পর হতে আসামী রিয়াজুল ইসলাম ঢাকাসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। উল্লেখ্য যে, দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজী ও ভূমি দখল সহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিগত ১৫ বছর যাবৎ সাভার পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড সাবেক সভাপতি ছিলেন । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় প্রভাব বিস্তার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাভার থানার মামলা নং-১৪ তারিখ -১৫ আগস্ট ২০২৪ এর ৪৬ নং আসামী।
Leave a Reply