নিজস্ব প্রতিনিধি-মিডিয়া সেল
রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মুন্না হাওলাদার হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি মোঃ আবির ইসলাম@ ছোট আবির (১৯)’কে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকা থেকে অদ্য ০৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় গ্রেফতার করেছে র্যাব-২।
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় চাঞ্চল্যকর মোঃ মুন্না হাওলাদার হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি মোঃ আবির ইসলাম@ ছোট আবির (১৯)’কে অদ্য ০৬/০১/২০২৫ ইং তারিখ সন্ধ্যায় ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-০২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০/০৯/২০২৪ ইং তারিখ আনুমানিক ১৮.১৫ ঘটিকায় ভিকটিম মোহাম্মদপুর থানাধীন বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে ফুটবল খেলা দেখে পাঁয়ে হেটে তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। এক পর্যায়ে ভিকটিম মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে আসামি মোঃ আবির ইসলাম@ ছোট আবির সহ তার অন্যসহযোগীরা সংঘবদ্ধ হয়ে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম মুন্না হাওলাদারকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঐ সময় স্থানীয়রা ছুটে এলে আসামিরা সেখান থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৪৮/১১১৬ তারিখ-২২/০৯/২০২৪, ধারা- ৩০২/৩৪ পেনালকোড ১৮৬০) দায়ের করেন। বর্ণিত মামলায় জড়িত আসামিদের গ্রেফতার সংক্রান্তে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৬/০১/২০২৫ ইং তারিখ সন্ধ্যায় আসামিকে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকা হতে গ্রেফতার করে। আসামিকে গ্রেফতার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply