“অধিকারের কথা”
কবি ও সাংবাদিক
মোঃ জাহাঙ্গীর আলম
শ্রমিক মানে শুধু খাটা,
জীবন কেটে যায় মেশিন-সাথে বাঁধা।
স্বাধীনতা কেবল বইয়ের পাতায়—
বাস্তবেতে সে পড়ে যায় ছাঁটাই।
কি দেখার কথা কি দেখছি,
কি বলার কথা কি বলছি,
কি শোনার কথা কি শুনছি,
কি ভাবার কথা কি ভাবছি।
৫৪ বছরে পরেও আমি অধিকারের কথা বলছি।
ঈদের দিনেও বন্ধ নেই কাজ,
শ্রমিক দেখে না ছুটির সাজ।
রোদ উঠলে মুখ দেখে না তারা,
চোখে শুধুই ক্লান্তির ধারা।
কি দেখার কথা কি দেখছি,
কি বলার কথা কি বলছি,
কি শোনার কথা কি শুনছি,
কি ভাবার কথা কি ভাবছি।
৫৪ বছরে পরেও আমি অধিকারের কথা বলছি।
প্রতিবাদ মানেই চাকরি হারানো,
সত্য বললে নামে অভিযোগ আনা।
রক্ত দিয়ে কেনা যে সেই অধিকার,
আছে কেবল ইতিহাসের ভার।
কি দেখার কথা কি দেখছি,
কি বলার কথা কি বলছি,
কি শোনার কথা কি শুনছি,
কি ভাবার কথা কি ভাবছি।
৫৪ বছরে পরেও আমি অধিকারের কথা বলছি।
বক্তৃতা, র্যালি, স্লোগান কাঁপে,
কিন্তু বাস্তবতা গিলে ফেলে চাপে।
গোলামের মতো করে চলে জীবন,
বাঁচার আশাই এখন সস্তা সম্বল।
কি দেখার কথা কি দেখছি,
কি বলার কথা কি বলছি,
কি শোনার কথা কি শুনছি,
কি ভাবার কথা কি ভাবছি।
৫৪ বছরে পরেও আমি অধিকারের কথা বলছি।😍
Leave a Reply