গোপালগঞ্জে নকল পণ্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান।
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের কাশিয়ানীতে নকল পণ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করেছে যৌথ বাহিনী। এসময় নকল পণ্য ধ্বংস করে কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমান করে ভ্রাম্যামাণ আদালত।
শনিবার (৩১ মে) সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ভূলবাড়িয়া গ্রামের এ নকল পণ্য উৎপাদন কারখানায় অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল জানান, ভূলবাড়িয়া গ্রামের একটি কারখানায় নকল পণ্য উৎপাদন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ব্যান্ডের টুথপেষ্ট, টয়লেট ক্লিনার, শ্যাম্পুসহ বিভিন্ন খাদ্যদ্রব্য জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক হানিফ মোল্লাকে ২৫ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়।
Leave a Reply