রাজধানীর মিরপুর মডেল থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব (৩০)’কে ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-২*।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
রাজধানীর মিরপুর মডেল থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব (৩০)’কে অদ্য ১৬/০৬/২০২৫ ইং তারিখ রাতে ঢাকা জেলার সাভার থানাধীন মুশুরীখোলা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-২।
এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ) মাদক মামলার আসামি। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অতঃপর আসামির অনুপস্থিতিতে অত্র মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে। উক্ত ঘটনা বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৬/০৬/২০২৫ ইং তারিখে রাতে ঢাকা জেলার সাভার থানাধীন মুশুরীখোলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক ও চুরিসহ ০৮ টি মামলা রয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply