
হিজলায় ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন সদস্য তরবিয়াত সম্পন্ন
সানাউল্লাহ আস সুদাইস হিজলা উপজেলা প্রতিনিধি !
বরিশালের হিজলা উপজেলার ১নং হরিনাথপুর ইউনিয়নে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইউনিয়ন সদস্য তরবিয়াত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে ইউনিয়নের আই এ বি কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হরিনাথপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম বিন আলী।
প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইব্রাহীম ফয়সাল বলেন, যুব সমাজই জাতির মেরুদণ্ড। ইসলামী আদর্শ ছাড়া এ জাতির মুক্তি সম্ভব নয়। ইসলামী শাসনতন্ত্রই আমাদের প্রকৃত মুক্তির পথ।
প্রধান বক্তা হিজলা উপজেলা শাখার সভাপতি কে এম মাহফুজ বলেন, “ইসলামী যুব আন্দোলন মাঠপর্যায়ে দাওয়াত, তাযকিয়া ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। ইউনিয়ন পর্যায়ের তরবিয়াত সদস্যদের আরও সচেতন ও সক্রিয় করে তুলবে।
বিশেষ অতিথি সাবেক উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হক বিন আমিন বলেন, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসনতন্ত্র অপরিহার্য। তরুণ প্রজন্মকে এই আন্দোলনের অগ্রভাগে থাকতে হবে।
বিশেষ বক্তা উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, সংগঠনের মূল শক্তি আমাদের সদস্যরা। তাদের চরিত্র গঠন ও দায়িত্বশীলতার মাধ্যমেই আন্দোলন এগিয়ে যাবে।
বিশেষ বক্তা উপজেলা প্রচার সম্পাদক মাওলানা আবদুল্লাহ আনসারী বলেন, প্রচার-প্রচারণা ও দাওয়াতের মাধ্যমে ইসলামী আন্দোলনকে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। এজন্য প্রত্যেক সদস্যকে আরও সক্রিয় হতে হবে।
আমন্ত্রিত অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ হরিনাথপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আবুল খায়ের সরদার বলেন, ইসলামী আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের উদ্দেশ্য অভিন্ন। ইউনিয়ন পর্যায়ের এ কার্যক্রম সমাজে ইসলামের আলোকবর্তিকা ছড়িয়ে দেবে।
আমন্ত্রিত অতিথি বাংলাদেশ মুজাহিদ কমিটি হরিনাথপুর ইউনিয়ন শাখার সদর হাজ্বী মুহাম্মদ আব্বাস উদ্দিন সিকদার বলেন, যুব সমাজ সঠিক পথে চললে দেশ ও জাতি সঠিক পথে চলবে। ইসলামী যুব আন্দোলনের এ প্রচেষ্টা অত্যন্ত সময়োপযোগী।
অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ের সকল দায়িত্বশীল ও সদস্যরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। বক্তারা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্ব, যুব সমাজকে আদর্শিকভাবে গড়ে তোলার অপরিহার্যতা এবং সংগঠনের গতিশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আয়োজনে: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ১নং হরিনাথপুর ইউনিয়ন শাখা, হিজলা, বরিশাল।
Leave a Reply