
ভোলার মনপুরায় জেলেদের ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার।
ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে জেলেদের মারধর ও চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক ইসমাইল মুন্সি (৩৫)।
শুক্রবার রাত ১১টার দিকে ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।এ ঘটনায় ভুক্তভোগী জেলে হানিফ রাঢ়ী বৃহস্পতিবার রাতে মনপুরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইসমাইল মুন্সিসহ আরও তিনজনকে অভিযুক্ত করা হয়। বাকি অভিযুক্তরা হলেন- মো. নোমান মুন্সি, মো. কিরন ঢালী ও মো. হেলাল মাঝি। সকলেই দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা।
মামলার অভিযোগে বলা হয়, গত বুধবার চরপাতালিয়ার ভডোর খালসংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় একটি স্পিডবোটে করে অভিযুক্ত চারজন এসে জেলেদের নৌকায় ওঠে এবং মারধর শুরু করে। তারা জেলেদের বিরুদ্ধে বিষ প্রয়োগে মাছ ধরার এবং নৌকায় হরিণের মাংস বহনের অভিযোগ তোলে। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জেলেদের বেঁধে ফেলে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা না পেয়ে তারা প্রায় ৫০ হাজার টাকার মাছ ছিনিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়। পরে হেলাল মাঝি হানিফ রাঢ়ীকে সঙ্গে নিয়ে এক মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে ৬০ হাজার টাকা আদায় করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত আগস্ট মাসের পর থেকে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। ইসমাইল মুন্সিসহ এই চক্রের সদস্যদের বিরুদ্ধে এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছিল। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, “চাঁদাবাজির মামলায় ইসমাইল মুন্সিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি তিন আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply