
ইউনিয়ন পরিষদে টিআর-কাবিখা বন্টন নিয়ে তুমুল কাণ্ড! মেম্বারের ঘুষিতে আরেক মেম্বারের নাক ফাটলো, হাসপাতালে ভর্তি
মুজিব নগর প্রতিনিধি
তন্ময় মন্ডল
মেহেরপুর: বরাদ্দকৃত টিআর ও কাবিখা প্রকল্পের বন্টন নিয়ে আলোচনার সময় দুই ইউপি সদস্যের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদে। এ ঘটনায় এক মেম্বারের ঘুষির আঘাতে আরেক মেম্বারের নাক ফেটে রক্তারক্তি কাণ্ড হয়। আহত মেম্বারকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
রবিবার ১২/১০/২০২৫ দুপুরে বাগোয়ান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের মাসিক সভায় টিআর ও কাবিখা প্রকল্পের বরাদ্দ বন্টন নিয়ে আলোচনা চলছিল। আলোচনার এক পর্যায়ে ৭নং ওয়ার্ডের মেম্বার ওমর ফারুকের সঙ্গে ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রকিবের সঙ্গে তীব্র তর্কবিতর্ক শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, উপস্থিত সকলের সামনেই আব্দুর রকিবের নাকে সজোরে ঘুষি মারেন ওমর ফারুক।
ঘুষির আঘাতে আব্দুর রকিব মেম্বরের নাক ফেটে রক্ত বের হতে শুরু করে এবং তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ভর্তি করে নেওয়া হয়।
এদিকে, ঘটনার খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল বাগোয়ান ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত মেম্বার ওমর ফারুকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইউনিয়ন পরিষদে জনগণের সামনে এমন অপ্রত্যাশিত ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
Leave a Reply